Pimple solution in Bangla
ব্রণ (PIMPLE) কি?
ব্রণ
(PIMPLE) (pimple) আসলে কিছুই নয়. ত্বকের একটি স্ফীত অংশ হলো ব্রণ (PIMPLE) (pimple). যার মধ্যে থাকে ব্যাকটেরিয়া এবং পুঁজ. মুখে, ঘাড়ে, গলায়, পিঠে এই ব্রণ (PIMPLE) দেখা যায়. ত্বকের সিবেছিয়াস গ্রন্থি দ্বারা সৃষ্টি অতিরিক্ত সিবাম এই ব্রণ (PIMPLE) সৃষ্টি করে. যেটি দেখতে হয় অনেকটা লালচে ফুসকুড়ির মতন. যেটি ফুলে থাকে এবং খুব ছোট দেখতে হয়. অনেকদিন ধরে থাকলে ওই ব্রণ (PIMPLE) টিকে একটু টিপে ধরলে একটা সাদা দানার মতন জিনিস বের হয়. যেটি আর কিছুই নোই ওই বর্জ পদার্থ গুলির শুকিয়ে যাওয়া অবস্থা.
Pimple solution
in Bangla
সাধারণত ব্রণ (PIMPLE) দুই ধরণের ত্বকেই দেখতে পাওয়া যায় কম-বেশি করে. তবে আনুমানিক ভাবে বলা যায় যে যাদের তৈলাক্ত ত্বক আছে তাদের দেহে বেশি ব্রণ (PIMPLE) দেখা যায়.
চিন্তার কোনো কারণ নেই এইখানে আমরা কিছু ঘরোয়া সহজ পদ্ধতি আলোচনা করেছি,
যা আপনার ত্বকের ব্রণ (PIMPLE) খুব দ্রুত সরিয়ে তুলবে. যা বাজারে পাওয়া ক্রিম এর থেকে অনেক কম খরচের মধ্যে হবে Pimple solution
in bangla
পিম্পলে (pimple)এর সম্পর্কে আজকের আমাদের আলোচনার বিষয়
পিম্পলে (pimple)এর সম্পর্কে আজকের আমাদের আলোচনার বিষয়
- কাঁচা হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো PIMPLE জন্য খুবই(turmeric for acne)
- আপেল এবং মুধ এর (honey on pimples overnight)
- তুলসি পাতার রস ব্রণ(tulsi for acne scars
- কিছু ভেষজ ব্রণ দূর করার কৌশল যেমন জবা ফুল, পুঁই পাতা ইত্যাদি দিয়ে. ( nature for pimple )
- বেকিং সোডার ফেস মাস্ক(baking soda for face)
- লেবু আর টক দইয়ের ফেস প্যাক(curd face pack for oily skin)
- অ্যালো ভেরা আর টোম্যাটোর ফেস প্যাক(rubbing tomato on face everyday)
.
তো চলুন শুরু করা
যাক কিভাবে Pimple solution in Bangla
Pimple solution in Bangla
1>
কাঁচা
হলুদ এবং চন্দনকাঠের গুঁড়ো
PIMPLE জন্য খুবই(turmeric for acne) কার্যকর
দুটো উপাদান। সমপরিমাণ বাটা কাঁচা হলুদ
এবংচন্দন কাঠের গুঁড়ো একত্রে নিয়ে এতে পরিমাণ মত
পানি মিশিয়ে পেষ্ট তৈরি করতে হবে।মিশ্রণটি
এরপর ব্রণ (PIMPLE) আক্রান্ত
জায়গায় লাগিয়ে রেখে কিছুক্ষন পর
শুকিয়ে গেলে মুখঠান্ডা পানি
দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণটি
শুধুমাত্র ব্রণ (PIMPLE) দূর করার কাজ করে
না বরং PIMPLE দাগ
দূর করতেও সাহায্য করে।
2>
আপেল
এবং মুধ এর (honey on pimples overnight)মিশ্রণহচ্ছে
PIMPLE দাগ দূর করার
সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া পদ্ধতি।প্রথমে আপেলের পেষ্ট তৈরিকরে তাতে ৪-৬
ফোঁটা মধু মিশাতে হবে।
মিশ্রণটি
মুখে লাগিয়ে কিছুক্ষন অপেক্ষা করেএরপর মুখ ঠান্ডা পানি
দিয়ে মুখ ধুয়ে ফেলতে
হবে।
3>
তুলসি
পাতার রস ব্রণ(tulsi for acne scars) (PIMPLE) আক্রান্ত
অংশে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া
পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর
কুসুম গরম জল দিয়ে
মুখ ধুয়ে ফেলতে হবে।
4>
প্রথমে
চন্দন কাঠের গুড়োঁরসাথে গোলাপ জল মিশিয়ে পেষ্ট
তৈরি করুন। এরপর এতে ২-৩ ফোঁটা লেবুর
রস মিশাণ। গোলাপজল অনেকের ত্বকের সাথে এডজাষ্ট হয়
না।তারা সেইক্ষেত্রে গোলাপ জলের পরিবর্তে মুধব্যবহার
করতে পারেন।এই পেষ্ট আপনার PIMPLE দাগ দূর করতে
সাহায্য করবে
5>
সবসময়
বাহির থেকে আসা মাত্র
মুখ ফেসওয়াস দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া হালকা গরম জলের স্টীম
নিতে পারেন।
Pimple solution in Bangla
a>
পুঁই
পাতা দুটো পুঁই পাতা
ভালো করে ধুয়ে বেটে
নিন। দিনে দু বার
ব্রণ (PIMPLE) বা
ফোঁড়ার ওপর পুরু করে
প্রলেপ দিয়ে রাখুন।
b>
গাঁদা
ফুল এবং পাতা দুটি
ফুল এবং পাঁচটি পাতা
ভালো করে ধুয়ে থেঁতলে
নিন। দিনে দু বার
ফোঁড়া বা PIMPLE ওপর
পুলটিশ হিসেবে লাগান।
c>
কাঁঠালের
কষ কাঁঠালের গাছ থেকে দুধের
মতো যে কষ বের
হয় তা সংগ্রহ করে
তার সাথে সামান্য ভিনেগার
মিশিয়ে নিন। মিশ্রণটি গরম
করে হট কম্প্রেস হিসেবে
ব্যবহার করুন। সেঁক দেবার জন্য
পরিষ্কার ছোট সুতি কাপড়ের
টুকরা ব্যবহার করুন। বিশ মিনিট করে
সেঁক দিন।
d>
জবা
ফুল এবং পাতা পাঁচ
কচি পাতা এবং দুটো
ফুল ভালো করে ধুয়ে
থেঁতলে নিন। এটা সরাসরি
ব্রণ (PIMPLE) অথবা
ফোঁড়ার ওপর বসিয়ে দিন।
দিনে দুই বার এভাবে
করুন।
e>
কাঠ
কয়লা কয়লা গুঁড়ো করে নিন। পানিতে
ভিজিয়ে এক টুকরো পরিষ্কার
কাপড়ে বা রুমালে জড়িয়ে
নিন। সরাসরি পুলটিশ হিসেবে ব্যবহার করুন দিনে দু
বার।
Pimple solution in Bangla
1>
বেশি
করে জল খাওয়া। চুলে
খুশকি থাকলে তা দূর করা।
খাবারের তালিকায় শাকসবজির পরিমাণ বাড়িয়ে দেওয়া।
2>
ভাজা-পোড়া খাবার এড়িয়ে চলা।নিয়মিত স্নান করা। পেটের সমস্যা
থাকলে পেট পরিষ্কার রাখার
উদ্যোগ নেওয়া।
3>
ভিটামিন
ও মিনারেল-যুক্ত খাবার খাওয়া। পরিধেয় বস্ত্র ও তোয়ালে পরিষ্কার
রাখা। দুশ্চিন্তা না করা।
4>
তৈলাক্ত
ত্বকের তৈলাক্ততা দূর করতে অ্যাস্ট্রিনজেন্ট
লোশন ব্যবহার করা।
Pimple solution
in Bangla
5>
ঘা
থাকলে লেবু ব্যবহার করবেন
না। ডাক্তার দেখান। আগে ঘা সারাবেন
তারপর এই সব টিপস
গুলো ফলো করবেন। আগে আমরা জানলাম কিছু ঘরোয়া তৎকার সম্বন্ধে এবার আমরা জন্য কিছু ঘরোয়া ফেস পাক এর সম্বন্ধে যার দ্বারা আমাদের পিম্পলে অর্থাৎ ব্রণ খুব সহজেই দূরে চলে যাবে.
চলুন এবার সংক্ষেপে জেনে নি কোন কোন ফেস পাক এর সম্বন্ধে আমরা জানবো আজকে.
১) বেকিং সোডার ফেস মাস্ক(baking soda for face)
২) লেবু আর টক দইয়ের ফেস প্যাক(curd face pack for oily skin)
৩) অ্যালো ভেরা আর টোম্যাটোর ফেস প্যাক(rubbing tomato on face everyday)
এবার আমরা একটু গভীরে জেনে নেবো এবং কিভাবে এই পাক কার্যকরী হয় তা জেনে নেবো.
১) বেকিং সোডার ফেস মাস্ক(baking soda for face):
যাঁরা অতিরিক্ত ব্রণর সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এই প্যাকটি আদর্শ। এই প্যাক সরাসরি ব্রণর উপর
কাজ করে, অতিরিক্ত তেল নিঃসরণ নিয়ন্ত্রণ করে এবং কালো দাগছোপও কমিয়ে দেয়। এক চাচামচ
বেকিং সোডা আর এক টেবিলচামচ নারকেল তেল মিশিয়ে ঘন করে প্যাক তৈরি করে নিন। এবার মুখ
আর গলা হালকা গরম জলে অয়েল ফ্রি ক্লেনজ়ার দিয়ে ধুয়ে পরিষ্কার করে প্যাকটি লাগান। 15 মিনিট
রাখুন, তারপর হালকা হাতে মিনিট দুয়েক বৃত্তাকারে মাসাজ করুন। হয়ে গেলে প্রথমে গরম জলে ও সব
শেষে ঠান্ডা জলে ধুয়ে ফেলবেন।
২) লেবু আর টক দইয়ের ফেস প্যাক(curd face pack for oily skin):
লেবুর রস মুখে জমে যাওয়া মৃত কোষ তুলে ফেলে রোমছিদ্র পরিষ্কার রাখে ও সেই সঙ্গে ত্বকের রং
উজ্জ্বল করে তোলে। ত্বক আর্দ্র আর উজ্জ্বল রাখে দই। সিকি কাপ টক দই একটা পাত্রে নিয়ে তাতে
এক চাচামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার মুখ পরিষ্কার করে প্যাকটি লাগিয়ে 20 মিনিট
রাখুন। তারপর প্রথমে গরম জল ও পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
৩) অ্যালো ভেরা আর টোম্যাটোর ফেস প্যাক(rubbing tomato on face everyday):
ব্রণ শুকিয়ে ত্বক উজ্জ্বল করে তুলতে টোম্যাটো দারুণ কার্যকর। অ্যালো ভেরার মধ্যে প্রদাহ কমিয়ে
ত্বক শীতল করে তোলার ক্ষমতা রয়েছে। ফলে ব্রণহীন নিখুঁত ত্বকের মালকিন হতে পারেন আপনি। দু’
টেবিলচামচ টোম্যাটোর রসের সঙ্গে এক টেবিলচামচ টাটকা অ্যালো ভেরা জেল ভালো করে মিশিয়ে
নিন। পরিষ্কার মুখে এই প্যাকটি লাগিয়ে 15 মিনিট রাখুন। তারপর আগের মতোই গরম আর ঠান্ডা জলে
ধুয়ে ফেলবেন।
এই Pimple solution in Bangla টিপস গুলি যা আমরা আমাদের ওয়েবসাইট এ দিচ্ছি তা আমাদের কিছু নেট থেকে নেওয়া Pimple solution in Bangla আর কিছু আমাদের নিজেদের পরীক্ষিত Pimple solution in Bangla. আমরা প্রতিবারের মতন এইবার বলছি যে ঘরোয়া টোটকা এতো বেশি কার্যকরী আর সাধারণ তা আপনারা নিজেরা ট্রাই না করলে বুঝবেন না. আমরা এই রেমেডি ছাড়া আরো কিছু বিউটি টিপস শেয়ার করেছি যেমন কি করে চুল বোরো ও লম্বা করা যায়, কি করে সহজে ফর্সা হইয়া যায় ইত্যাদি ..সবসময় একটাই অনুরোধ বাংলায় পড়ুন বাংলাকে ভালোবাসুন. এই ভাবে আপনাদের সাহায্য আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে আমরা আরো নতুন নতুন তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো বাংলাতে.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন